গো-গ্রীন সেন্টারসহ ওয়েভ ফাউন্ডেশনের কৃষি উদ্যোগ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক সংস্থা আইপিএসি ও বাওবাব প্রতিনিধিদল
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার কোষাঘাটায় অবস্থিত ওয়েভ ফাউন্ডেশনের গো-গ্রীন সেন্টারসহ দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত পরিবেশ সম্মত কৃষি উদ্যোগ, মডেল প্রদর্শনী প্লট, মাঠ পর্যায়ে বিভিন্ন কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করেছেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর পপুলার কোঅপারেশন (আইএপিসি) ও বাওবাব’র প্রতিনিধিদলের সদস্যরা। পরিদর্শনকালে প্রতিনিধিদলে ছিলেন আইএপিসি বায়োইনপুট টিমের সদস্য এবং চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটির অতিথি গবেষক ও ইউনিভার্সিটি অফ ব্রাজিলের অধ্যাপক ক্যারোলাইন সিকুইরা গোবাইড, আইইপিসির ল্যাটিন আমেরিকান সমন্বয়কারী লুইজ হেনরিক গোমেজ ডি মোউরা এবং আইপিসি ও বাওবাব’র বোর্ড মেম্বার প্রমেশ পোখরেল। গো-গ্রীন সেন্টারে গতকাল বুধবার সকাল ৮টার দিকে আগত প্রতিনিধিদলকে স্বাগত জানান ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী। পরিদর্শনে আসা প্রতিনিধি দলের সদস্যরা পরিদর্শন করেন দামুড়হুদা কোষাঘাটায় অবস্থিত ওয়েভ ফাউন্ডেশনের গো-গ্রীন সেন্টারে বাস্তবায়িত পরিবেশসম্মত কৃষি উদ্যোগ ও মডেলের বিভিন্ন প্রদর্শনী প্লট, মৎস্য খামার এবং ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ও দুম্বা প্রজনন খামার, দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে কৃষকদের দ্বারা পরিচালিত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ক্লাস্টার, ট্রাইকম্পোস্ট ক্লাস্টার, ফল উৎপাদন ক্লাস্টার, পেকিং হাঁস ভ্যালু চেইন হাব, ধান চাষ, মাছ চাষ প্রভৃতি কার্যক্রম। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কৃষক ও খামারীদের সাথে কথা বলেন। এছাড়াও ছয়ঘরিয়ায় স্থানীয় কৃষি মোর্চা সদস্যদের সাথে মতাবিনিময় করেন। এদিন সকালে দামুড়হুদা পুড়াপাড়া ছাগল ক্লাস্টার ও মেহেরপুরের বারাদীতে অবস্থিত ওয়েভ ফাউন্ডেশনের ভেড়ার খামার পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত পরিবেশ সম্মত কৃষি উদ্যোগ ও মডেল প্রদর্শনী প্লট, কৃষি অধিকার নিয়ে বাস্তবায়িত কৃষিমোর্চা সংগঠন, মাঠ পর্যায়ে বিভিন্ন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন মূলক কার্যক্রম হচ্ছে বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ঠেকাতে, কৃষি উন্নয়নে ও কৃষকের অধিকার আদায়ে স্থানীয় জনগোষ্ঠী ও নাগরিক সমাজের যে আন্দোলন দানা বেঁধে উঠছে এটা তারই একটি অংশ। পরিদর্শন টিমে ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমা সুলতানা লিলি, জহির রায়হান, সহকারী পরিচালক নির্মল দাস, কিতাব আলী, জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, আব্দুস ছালাম ও উপদেষ্টা আব্দুস শুকুর।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.