স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ায় গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাফুজা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩ টার দিকে মাফুজা খাতুনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাফুজা খাতুন সিএন্ডবিপাড়ায় মৃত শেরেগুল ইসলামের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, গতকাল বিকেলে বাড়ির টিউবওয়েলের গোসল করতে যান মাফুজা খাতুন। টিউবওয়েলের সঙ্গে মোটরের সংযোগ থাকায় লিকেজ হয়ে টিউবওয়েলটি বৈদ্যুতিক হয়ে যায়। এসময় টিউবওয়েলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন মাফুজা খাতুন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথেই মৃতুর কোলে ঢোলে পড়েন তিনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইদুজ্জামান জানান, পরীক্ষা-নিরীক্ষার পর মাফুজা খাতুনকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ