গাংনী সরকারি মডেল বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব; নানা রকম পিঠার সমাহার

গাংনী প্রতিনিধি:

পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তবে নগরায়ণের প্রভাবে আজ তা অনেকটাই বিলুপ্তির পথে। অথচ একসময় বাঙালির যেকোনো উৎসব আনন্দে মিশে থাকতো রকমারি পিঠা। যা অনেকটাই হারাতে বসেছে। এটা শুধু একটি উৎসব নয়, এটা নাগরিক জীবনের যান্ত্রিকতার মাঝে নির্মল আনন্দের খোরাকও। নাগরিক ও ভোগবাদী সমাজের সংস্কৃতিতে এই উৎসব আবহমান বাংলার সংস্কৃতির চিরন্তন উপাদান তুলে ধরার এ আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে। আর এর আয়োজন করেছে মেহেরপুরের গাংনী মডেল সরকারি বালিকা বিদ্যালয়। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালুর সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধন করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নাজমুল আলম। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ও গাংনী হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও সন্ধানী স্কুল এন্ড কলেজের পরিচালক আবু জাফর। স্টলে স্টলে পিঠার পসরা সাজিয়ে চলছে প্রদর্শনী। দিনব্যাপী আয়োজিত এই উৎসবে ছিলো নানা রকম পিঠার সমাহার। সরগরম উৎসব আঙিনায় পিঠা খাওয়ার দৃশ্যকে স্মৃতিময় করে রাখতে অনেকেই তুলেছেন সেলফি। স্টলে দৃশ্যমান হলো রকমারি পিঠা-পুলি। ভাপা চিতই, মালপোয়াসহ বাহারি সেসব পিঠার স্বাদ নিতে অনেকেই এসেছিলেন বিদ্যালয়ের আঙিনায়। অতিফথরা বলেন, পিঠা বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। আবহমান বাংলার এই ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে মুখরোচক বাহারি পিঠা-পুলি নিয়ে দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়। উৎসবে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পিঠার স্বাদ উপভোগ করতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমায়। উৎসবে অংশ নেয়া শিক্ষার্থীরা অতিথিদের মুখে দৃষ্টি নন্দন বাহারি স্বাদের পিঠা তুলে দেয়। ১০টি স্টলে প্রায় ৫০ রকমের পিঠা সাজানো হয় প্রদশনীর জন্য। প্রতিবছর শীতকালেই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পিঠা উৎসবে মেতে ওঠে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More