গাংনী প্রতিনিধি: ভেজাল বীজ বিক্রি করে চাষিদের সাথে প্রতারণার অভিযোগে মেহেরপুর গাংনীর বামন্দী বাজারের চার ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই আলম সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বীজ ব্যবসায়ী জমির উদ্দীনের কাছ থেকে ৫ হাজার টাকা, তরিকুল ইসলামের কাছ থেকে ৫ হাজার টাকা, মনিরুল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা এবং আমিনুল বীজ ভান্ডার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ কীটনাশক, বীজের যথাযথ মান নিশ্চিত করা করে বাজারজাতসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই চার ব্যবসায়ীকে অর্থদ- দেয়া হয়েছে। অর্থদ- আদায় ছাড়াও তাদেরকে মৌখিক সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এসব ব্যবসায়ীরা যদি এরকম অপরাধ করেন তাহলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বীজ প্রত্যয়ন অফিসার মামুনুর রশিদ ও গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানা ও গাংনী থানার এসআই মামুনসহ ভ্রাম্যমাণ আদলত টিমের সদস্যবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ