গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাদিয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্বাস আলী বিশ্বাস আর নেই (ইন্নালিল্লাহে…………রাজেউন)। গত সোমবার রাত ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
মরহুম আব্বাস আলী বিশ্বাস ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেনের মেজ মামা। তার মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।