মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ওয়ার্ড সদস্য স্থানীয় ধলা গ্রামের ইমদাদুল হক, তার বড় ভাই জাহিদুল ইসলাম ও ছোট ভাই রুহুল আমিনকে গুলি ও জবাই করে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আছিম উদ্দিন আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে আসিম উদ্দিন মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আত্মসমর্পণ করলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আছিম উদ্দিন মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের হোসেন আলীর ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নির্বাচনে এলাকার আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে ২০০৮ সালের ৩১ আগস্ট রাত ৩টার দিকে ওই এলাকার ত্রাস বাহিনী প্রধান দুখুর নেতৃত্বে প্রায় ৪০ জন সন্ত্রাসী ধলা গ্রামের মোসলেম আলীর ছেলে ইউপি সদস্য ইমদাদুল হক ওরফে ইন্দা, তার বড় ভাই জাহিদুল ইসলাম ও ছোট ভাই রুহুল আমিনকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে টেনে হেঁচড়ে বাইরে এনে প্রথমে গুলি এবং পরে জবাই করে নির্মমভাবে হত্যা করে। পরে তারা মৃত্যু নিশ্চিত করে লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরদিন সকালে পুলিশ তিন ভাইয়ের লাশ উদ্ধার করে। এঘটনার পরদিন জাহিদুল ইসলামের স্ত্রী রেনুকা খাতুন বাদি হয়ে মিনহাজ উদ্দিন ওরফে দুখু, তোজাম্মেল, আছিম উদ্দিন, আব্দুল মালেক, নাহারুল ইসলাম, আজিজুল হক, সাবদার আলী, কাবুল ইসলামসহ মোট ৩২ জনকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গাংনী থানার এস আই মোরাদ আলী ও শফিকুল ইসলাম মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে
অভিযোগপত্র দাখিল করেন।