মেহেরপুর অফিস: মেহেরপুর গাংনী উপজেলার কুতুবপুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি (এডহক কমিটি)’র সভাপতি হিসাবে আনুমোদন পেলেন বিশিষ্ট ব্যবসায়ী তরুণ উদ্যোক্তা এবং সমাজসেবক মো. সাজ্জাদ হোসাইন পলাশ। যোগ্যপ্রার্থী হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ তাকে আগামী ছয় মাসের জন্য কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত করেন। ম্যানেজিং কমিটির অন্য সদস্যরা হলেন-সাধারণ শিক্ষক সদস্য মাজহারুল ইসলাম, অভিভাবক সদস্য মিরাজুর রহমান এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানা যায়। স্থানীয় বাসিন্দা রহিদুল ইসলাম জানান, কুতুবপুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সাজ্জাদ হোসেন পলাশের মতো তরুণ সমাজসেবককে সভাপতি পদে নির্বাচিত করায় প্রতিষ্ঠানের অভিভাবক, শিক্ষার্থী এবং সাধারণ গ্রামবাসীরা আনন্দ প্রকাশ করেছেন।
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে সাজ্জাদ হোসেন পলাশ বলেন, কুতুবপুর স্কুল এন্ড কলেজ একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামগত উন্নয়নে মনোনিবেশ করাই আমার মূল লক্ষ্য। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.