গাংনী প্রতিনিধি: গাংনীতে ৭০ বোতল ফেনসিডিলসহ অন্তর ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশের এক অভিযানে বামন্দি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্তর ইসলাম কুষ্টিয়ার বাইপাইল এলাকার মনোর উদ্দীনের ছেলে।
গাংনী থানা সূত্রে জানা গেছে, বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় মাদক পাচার হচ্ছিলো এমন গোপন সংবাদ পায় পুলিশ। মাদক ব্যবসায়ীদের ধরতে বামন্দী পুলিশ ক্যাম্পের এএসআই শেখ বিপ্লব হোসেন বিশেষ একটি অভিযান পরিচালনা করেন। সঙ্গীয় ফোর্স নিয়ে বামন্দি বাসস্ট্যান্ড এলাকার আশেপাশে অবস্থান নেন তিনি। এক পর্যায়ে সাদা একটি প্লাস্টিকের বস্তা নিয়ে অন্তরকে অপেক্ষারত পায় পুলিশ। নির্দিষ্ট কোনো যানবাহনের জন্য তিনি গন্তব্য যেতে অপেক্ষা করছিলো। পুলিশের অভিযান দলটি বস্তাবন্দি ৭ বোতল ফেনসিডিলসহ অন্তরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার হওয়া অন্তর ইসলামের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়।