গাংনীতে ৭০ বোতল ফেনসিডিলসহ চারজন আটক

 

গাংনী প্রতিনিধি: ফেনসিডিল পাচারের সময় গাংনীতে ৭০ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে ডিবি। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বৃহস্পতিবার (২ জুন) রাত সাড়ে নয়টার দিকে গাংনীর কাজিপুর কাচারীপাড়ায় এ সফল অভিযান চালায়। আটককৃতরা হচ্ছে গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের আবু দাউদ মালের ছেলে নাদেম ইসলাম (২২), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি পাইকপাড়ার ডাবলু হোসেনের ছেলে মোমিন হোসেন (৩৫), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩২) ও আইয়ুব আলীর ছেলে জিনারুল ইসলাম (৪০)। মাদক বিরোধী সফল এ অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি এসআই অজয় কুমার কুন্ডু। সঙ্গে ছিলেন এএসআই মাহতাব উদ্দীন ও ডিবি সদস্যবৃন্দ।

ডিবি সূত্রে জানা গেছে, ফেনসিডিল কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সীমান্তবর্তী কাজিপুরে অভিযান চালায় ডিবি। অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ ক্রেতা বিক্রেতাদের আটক করতে সক্ষম হয় ডিবি।

জানা গেছে, আটক চারজনের মধ্যে নাদেম আলী হচ্ছে ফেনসিডিল বিক্রেতা। নাদেম আলীর কাছ থেকে ফেনসিডিল কিনতে যায় খলিশাকুন্ডির মোমিন হোসেন। আর মোমিনের সহযোগী হচ্ছে জাহিদুল ও জিনারুল।

ডিবি সূত্রে জানা গেছে, আটক চার জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছে ডিবি। ওই মামলার আসামি হিসেবে চার জনকে শুক্রবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানান গাংনী থানায় দায়িত্বরত একজন অফিসার।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More