স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবাটি-গাড়াডোব সড়কের মিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের সর্দার পাড়ার বাবর আলীর ছেলে ছেলে মতিয়ার রহমান (৪০) ও মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে লিটন হোসেন (৩০)। গতকাল সোমবার দুপুরের দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন সাহারবাটি-গাড়াডোব সড়কের রাইসমিল এলাকায় উল্লিখিত বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি হিরো হোন্ডা মোটরসাইকেলে অভিনব কায়দায় বহন করা একটি প্লাস্টিক প্যাকেটে স্কস টেপ দিয়ে মোড়ানো ৪ কেজি গাঁজাসহ মতিয়ার রহমান ও লিটন হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত একটি হিরো হোন্ডা মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়। এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের আসাদুল সড়ক দুর্ঘটনায় নিহত
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.