গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাত্র ১০ দিনের ব্যবধানে আবারও মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ড্রাম টাকের ধাক্কায় সিয়াম (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আকুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলচালক নিহত সিয়াম উপজেলার আকুবপুর গ্রামের মধ্যপাড়ার আবুল হাশেমের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। একই সঙ্গে নিহতের সহপাঠী মোটরসাইকেল আরোহী একই গ্রামের আনারুল ইসলামের ছেলে বকুল গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা ঘাতক ড্রামট্রাক, চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গাংনী থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আকুবপুর গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে আলমগীর হোসেন জানান, সিয়াম ও বকুল নামের স্কুলপড়ুয়া দুই বন্ধু সুজোকি-১৬০ সিসি কালো রঙের মোটরসাইকেলযোগে আকুবপুর গ্রাম থেকে মাংস কেনার জন্য খলিশাকুন্ডি বাজারের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে আকুবপুর ইটভাটা এলাকায় পৌঁছুলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ড্রাম ট্রাকে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ও আরোহী দু’জনেই গুরুতর আহত হয়। পথচারীরা আহত দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়। সহপাঠী বকুল বর্তমানে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ ও দুমড়ে যায়। এলাকাবাসী ড্রাম ট্রাক চালক এবং হেলপারকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। ড্রামট্রাক, চালক ও হেলপারকে পুলিশ হেফাজত নেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর উপজেলার হিজলবাড়িয়া গ্রামের শাহিন আলীর ছেলে সাইদ হোসেন (১৫) সূর্যোদয় স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাবলা গাছের সাথে ধাক্কা লেগে নিহত হয়। ওই ঘটনার মাত্র দেড় ঘণ্টা পর গাংনী ডিগ্রি কলেজ পাড়ার বীর মুক্তিযোদ্ধার সন্তান বুলু মন্ডল নামের এক ব্যক্তি তেলবাহী ট্রাকের ধাক্কায় নিহত হন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.