গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে সাইন্স স্কোয়াডের উদ্যোগে ‘সাইন্স অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আফ্রিদি আহমেদের সভাপতিত্বে দিনব্যাপী এ অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বিশেষ অতিথি ছিলেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক রফিকুল আলম বকুল, গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম খান, পাইলট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু। গাংনীর শিক্ষার্থীদের ভীতি দূর করে বিজ্ঞানের বিষয়গুলোতে আগ্রহ তৈরির জন্য আয়োজিত অলিম্পিয়াডের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য প্রীতম সাহা বলেন, গাংনীর একঝাক মেধাবী শিক্ষার্থী যারা সাইন্স স্কোয়াডের মতো এ রকম সুন্দর ও প্রয়োজনীয় একটা প্রোগাম আয়োজন করায় তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি দূর করতে ও বিজ্ঞানের বিষয়গুলোর প্রতি আগ্রহ তৈরিতে এ ধরনের আয়োজন অত্যান্ত কার্যকর হবে। এ জাতীয় আয়োজন স্কুল পর্যায়ে ও ইউনিয়ন পর্যায়ে হওয়ার পর উপজেলা পর্যায়ে হলে আরও বেশি সংখ্যাক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা যাবে বলেও তিনি উল্লেখ করেন। প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমত সহযোগিতা করা হবে। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার ও মানব কল্যাণে তা ব্যবহারের মাধ্যমে একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বিজ্ঞান। তিনি সকলের সম্মিলিত প্রয়াসে এ ধরণের বেশি বেশি আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনাপর্ব শেষে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী সাইন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। এ সময় সাইন্স স্কোয়াডের সদস্য রাগিব মাহফুজ শাহরিয়ার, রাবিদ ইনাম, রুবায়েদ ইসলাম, নাগিব, ফারদিন শোভন, জুনিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.