স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী উপজেলার কুঠিভাটপাড়া গ্রামে ধানের জমিতে বিষ প্রয়ােগের সময় বিষ ক্রিয়ায় আবু তালেব (৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ২ সন্তানের জনক কৃষক আবু তালেব কুঠি ভাটপাড়া গ্রামের চৌধুরীপাড়ার মৃত তাহাজ উদ্দীনের ছেলে। গতকাল রোববার সন্ধ্যা রাতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, আবু তালেব রোববার দুপুরের দিকে গ্রামের একটি মাঠে নিজ ধানের জমিতে পোঁকা নিধন করার লক্ষ্যে বিষ স্প্রে করছিলেন। অসাবধানবশত ওই বিষ তার নাকে-মুখে প্রবেশ করে। পরে মারাত্মকভাবে আহত হন। মাঠের অন্যান্য কৃষকরা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সন্ধ্যারাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ