গাংনী প্রতিনিধি: গাংনীতে মাথাভাঙ্গা নদী থেকে বালু উত্তোলনের অপরাধে আজগর আলী (৪৬) নামের এক ড্রেজার মালিককে সাত দিনের কারাদ-াদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ দ-াদেশ দেন। দ-িত আজগর আলী মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের আবু বক্করের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার আমতৈল গ্রামে মাথাভাঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন আজগর আলী। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দ-নীয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার মালিক আজগর আলীকে আটক করা হয়। এসময় তাকে সাতদিনের কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সাথে ড্রেজার জব্দ করা হয়। ড্রেজার বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দিতে ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশন দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।