স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয়। রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়া খাতুন জানান, সকালে স্কুল খোলার পর শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাসে যাওয়ার সময় লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পায়। পরে এলাঙ্গী পুলিশ ক্যাম্পে খবর দিলে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা কি উদ্দেশ্যে বোমা সদৃশ বস্তু দুটো রেখে গেছে তা জানাতে পারেননি তিনি। এদিকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় শিক্ষক শিক্ষার্থীসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার মোমিনপুরে সন্ধ্যারাতে বাড়িতে ঢুকে শিক্ষিকাকে মারধর করে স্বর্ণের চেইন লুট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.