গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে থানা পুলিশের অভিযানে ৩৪ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ মোয়াজ্জেম শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত পাখিভ্যান জব্দ করা হয়। মোয়াজ্জেম শেখ উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের বদরউদ্দিনের ছেলে।
গাংনী থানা পুলিশ সূত্রে জানা গেছে, কল্যাণপুর ব্রিজ এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামুন্দি ক্যাম্প ইনচার্জ শরিফ হাবিবের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে মোয়াজ্জেম শেখ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৪ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি পাখি ভ্যান। আরো জানা গেছে, আটককৃত মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলা হয়েছে।