গাংনীতে পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেফতার
গাংনী প্রতিনিধি: গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৮ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন জিআর মামলায় ও ৪ জন সি আর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একাধিক দল গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে গাংনী থানার একাধিক টিম। গত বৃহস্পতিবার দিবাগত রাতের শুক্রবার ভোররাত পর্যন্ত অভিযান চালান গাংনী থানা পুলিশের একাধিক দল। ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতদের নামে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আদালতের আদেশ পেয়ে এসব আসামিদের গ্রেফতার করে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা করা হয়েছে।