গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ সৌরভ নামের এক মাদক ব্যবসায়ীকে (২৫) আটক করেছে। সৌরভ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হরিনগাছী গ্রামের আব্দুল হালিমের ছেলে। গত শুক্রবার রাতে গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজিপুর গ্রামের কাচারী পাড়া এলাকা থেকে সৌরভকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টীম। মেহেরপুর ডিবি’র এসআই বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে, ডিবির এএসআই মাহাতাব, হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন। ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে কাজিপুর এলাকায় অভিযান চালান একটি টীম। এ সময় সৌরভ নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ