গাংনী প্রতিনিধি :
আমজাদ হোসেন (৪৮) নামের একজনকে ৪০০ গ্রাম গাঁজা ও ৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামে নিজ বাড়ি থেকে রোবববার রাতে তাকে আটক করে মেহেরপুর ডিবি। সফল এ অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি এসআই অজয় কুমার কুন্ডু।
আটক আমজাদ হোসেন সহড়বাড়ীয়া গ্রামের মৃত সামসুল হালসনার ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।
আটক আমজাদের নামে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে গতকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করেছে গাংনী থানা পুলিশ।
আমজাদ হোসেনের বিরুদ্ধে আরও দুটি মাদকের মামলা বিচারাধীন বলে জানায় ডিবি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ