স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীতে কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে এক স্কুল দফতরি সততার পরিচয় দিয়েছেন। তার সততার কারণে গাংনী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন দফতরি আলিমুজ্জামানকে পুরস্কার প্রদান করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আনুষ্ঠানিকভাবে উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি আলীমুজ্জামানকে পুরস্কৃত করা হয়। উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন জানান, রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি আলীমুজ্জামান বিদ্যালয়ের বিশেষ কাজের জন্য গত (২৬ জানুয়ারি) দুপুরের দিকে শিক্ষা অফিসে আসছিলেন। এসময় আমার ব্যবহৃত মোবাইলফোনটি মেরামতের জন্য গাংনী উপজেলা শহরের একটি মোবাইলের দোকানে পাঠিয়েছিলাম। পথিমধ্যে সে ওই ব্যাগভর্তি টাকা। কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকার ব্যাগটি নিয়ে টাকার মালিকের জন্য সে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলো। অবশেষে নিশ্চিত হয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের ২ লাখ টাকার ব্যাগ তার নিকট হস্তান্তর করে আমার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাজাহান রেজার মাধ্যমে। ব্যাগভর্তি টাকা ফেরত দেয়ার কারণে নির্লোভ সহকর্মীকে উৎসাহ দিতে সততার উপহার দিলাম। টাকা ফেরত দেয়া দফতরি আলীমুজ্জামান জানান, সৎ পথে উপার্জন করার মাধ্যমে আমি জীবন-যাপন করতে চাই আজীবন। টাকার মালিককে তার আমানত ফেরত দিতে পেরে নিজের কাছে অত্যন্ত ভালো লাগছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ