স্টাফ রিপোর্টার: গাংনীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে কিশোর কিশোরীদের পুষ্টি সচেতনতা এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা ও নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাংনী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, কৃষি অফিসার ইমরান হোসেন, গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আদিলা আজহার আরশী ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে পুষ্টি সচেতনতা এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা ও নিউট্রিশন সম্পর্কে অবহিত করা হয়। সেই সাথে গ্রুপ ভিক্তিক আলোচনায় অংশ নেন তারা। কিশোর-কিশোরীদের পুষ্টি নিয়ে সচেতনতা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বয়সে তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সঠিক পুষ্টি অপরিহার্য। পুষ্টি বিষয়ক সেমিনার আয়োজন করে কিশোর-কিশোরীদের পুষ্টি সম্পর্কিত জ্ঞান প্রদান, সুষম খাদ্যের গুরুত্ব বোঝানো, অপুষ্টি এবং অতিপুষ্টির ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি এবং সেই সাথে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার উপায় শেখানো এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.