গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার বদলি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ কম্পাউন্ডের মধ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসীর উন্নয়নে তার মতো একজন যোগ্য ইউএনও গাংনীবাসীর জন্য খুবই প্রয়োজন। অনাকাক্সিক্ষত বদলির আদেশ বাতিল করে তাকে পূর্ণ মেয়াদে গাংনীতে রাখার জোর দাবি জানান বক্তারা। একই সাথে বদলির আদেশ বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। মানববন্ধনে গাংনী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা বলেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি ইউএনও প্রীতম সাহা একজন সৎ, কর্মঠ, যোগ্য ও ভালো মানুষ। গাংনীর সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করছেন। তিনি দরিদ্র ও অসহায় মানুষকে সহায়তা করেছেন, এমনকি চলমান এসএসসি পরীক্ষার্থীদের বাসায় রাতের বেলায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বের পাশাপাশি একাধারে তিনি উপজেলা পরিষদ, পৌরসভার প্রশাসক হিসেবে সুনামের সাথে কাজ করে চলেছেন। তার নেতৃত্বে গাংনীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- বাস্তবায়িত হয়েছে, যা খুবই প্রশংসনীয়। এলাকার কল্যাণে ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ বাতিল করে গাংনীতে পূর্ণ মেয়াদে রাখার জোর দাবি জানান তিনি। ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ বাতিল না করা হলে প্রয়োজনে সকল মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে হাজী মতিউর রহমান, কামাল হোসেন, হিসাব উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধার স্ত্রী নুরুন্নাহার প্রমুখ। বক্তারা ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ দ্রুত বাতিল করে পূর্ণ মেয়াদে গাংনীতে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। প্রসঙ্গত, মঙ্গলবার খুলনা বিভাগীয় কমিশনার এক বদলী আদেশে প্রীতম সাহাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংযুক্ত এবং তার স্থলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত আনোয়ার হোসেনকে দায়িত্ব দেয়া হয়। বদলি আদেশের খবর প্রকাশের পর গাংনীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রতিবাদ শুরু করেন। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনে একটি মানববন্ধন হয়। এছাড়াও সামাজিক মাধ্যমে প্রীতম সাহাকে বহাল রাখার বিষয়ে পোস্ট করছেন অনেকে।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.