গাংনী প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে মেহেরপুর গাংনীর কাথুলী ইউনিয়নের মেম্বারসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে গাংনী থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-গাড়াবাড়ীয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি নাজমুল হুদা (৩৫), একই গ্রামের জমির উদ্দীনের ছেলে, কাথুলী ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার ও যুবলীগ নেতা জিনারুল ইসলাম (৪২) ও গাড়াবাড়ীয়া গ্রামের ওলিম উদ্দীনের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াছ হোসেন (৪৫)। গাংনী থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাংনী উপজেলা পরিষদ চত্বরে আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলার ঘটনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি।
পূর্ববর্তী পোস্ট
মার্চ ফর গাজায় প্রকম্পিত ঢাকা : সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশ জনসমুদ্র
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.