গাংনীতে গাজার আসরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে মানিক ও আলমগীর নামে দুই মাদক কারবারিকে কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত পরশু মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম তাদের এ কারাদণ্ডাদেশ দেন। মানিককে এক বছরের জেল ও ৫০০ টাকা জরিমানা এবং আলমগীরকে ছয় মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার আড়পাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জামসহ তাদেরকে গ্রেফতার করে এ দ- দেয়া হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামের ফরাজি পাড়ার জয়নাল আবেদীনের ছেলে মানিক (৩৫) এবং একই গ্রামের পূর্বপাড়ার বনি ইসরাইলের ছেলে আলমগীর হোসেন (২৬)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম গতকাল বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার আড়পাড়া বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রি ও সেবন করছে। এমন গোপন সংবাদে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে আড়পাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ গ্রাম গাঁজাসহ মানিক ও আলমগীর নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) ধারায় মানিককে এক বছরের জেল ও ৫০০ টাকা জরিমানা এবং আলমগীরকে ছয় মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় মাদক কারবারিদের কাছ থেকে মাদকের কাজে ব্যবহারের দুইটা কাঁচি, গাঁজা সেবনের মাটির তৈরি দুইটা কলকি এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জনসম্মুখে আগুন ধরিয়ে বিনষ্ট করা হয়। গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে গাংনী থানা পুলিশের মাধ্যমে বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.