গাঁজাসহ আটক একজনকে কারাদণ্ড ও তিন ফার্মেসি মালিককে জরিমানা
আলমডাঙ্গায় ঔষধ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পৃথক অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জেলা প্রশাসনের নেতৃত্বে ঔষধ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পৃথক অভিযানে মাদকসহ আটক একজনকে কারাদ- ও তিন ফার্মেসি মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঘোলদাড়ী বাজার ও ভোলার দাইড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাঁজাসহ আটক এক মাদক কারবারিকে ৬ মাসের কারাদ- ও পাঁচশ’ টাকা জরিমানা এবং বিভিন্ন অপরাধে তিন ফার্মেসি মালিককে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক কেএম মুহসীনিন মাহবুব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ গতকাল সোমবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঘোলদাড়ী বাজারের রাতুল ফার্মেসির মালিককে ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ ব্যবসা পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সিজান ফার্মেসির মালিককে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১০ হাজার টাকা ও প্রেসক্রিপশন ব্যতীত যৌন নির্দেশক ওষুধ বিক্রয় করার অপরাধে বিপাশা ফার্মেসির মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। পরে অভিযান চালানো হয় ভোলার দাইড় গ্রামে। এ সময় নিজ বাড়ি থেকে আটক করা হয় ভোলার দাইড় ঈদগাপাড়ার মৃত আলিম বক্সের ছেলে মো. রফিককে (৩৬)। তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদ- ও পাঁচশ’ টাকা জরিমানা করা হয়। গতকালই সাজাপ্রাপ্ত রফিককে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।