গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতির ২৩তম ওরশ মোবারকে বিএনপি নেতা শরীফ
ভোটের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করতে চাই
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের সোনার দেশে দুর্নীতি, অনিয়ম, নির্যাতন, অর্থ পাচার এবং দমন-পীড়নের যে রাজনীতি চালিয়েছে তার শিকার হয়েছেন দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ। আমাদের শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে চাকরির অধিকার, এমনকি কথা বলার স্বাধীনতাও কেড়ে নেয়া হয়েছিল। চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের মানুষ দমন-পীড়নের শিকার হয়েছে সবচেয়ে বেশি। তবে জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্তি পেয়েছি। এই স্বাধীনতা আর কখনো হারাতে দেব না। শিক্ষার্থীসহ শহীদদের তাজা রক্তের মূল্য আমরা ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে পরিশোধ করবো।’ গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার মাছেরদাড়ি গ্রামে গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি (রঃ)-এর ২৩তম পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ এ কথা বলেন। এ সময় শরীফুজ্জামান শরীফ আগামী দিনের নির্বাচন নিয়ে বলেন, ‘আমরা এমন একটি সরকার চাই, যে সরকার দেশের প্রতিটি মানুষের সরকার হবে। ভোটের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, চাকরির নিশ্চয়তা, কৃষকদের ন্যায্য মূল্য এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। একটি সোনার দেশ গঠনে আমাদের সবাইকে যোগ্য নেতৃত্ব বেছে নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি আমাদের পথনির্দেশক। এসব কর্মসূচির মাধ্যমে আমরা দেশের জনগণের শিক্ষা, কর্মসংস্থান, কৃষকের ন্যায্য মূল্য ও সম্মান নিশ্চিত করতে কাজ করছি। দেশের মানুষের স্বার্থে এই কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই।’ বক্তৃতায় তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং গ্রামে গ্রামে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা প্রতিটি রাজপথে আপনাদের পাশে থাকব। গত ১৬ বছর ধরে আমরা মানুষের অধিকারের জন্য লড়াই করেছি এবং এই লড়াই চালিয়ে যাবো যতক্ষণ না পর্যন্ত আমরা অধিকার ফিরে পাই।’ তিনি বলেন, ‘তারেক রহমানের যোগ্য নেতৃত্বে আমরা দেশের মানুষের সব অধিকার ফিরিয়ে আনবো। আগামী নির্বাচনে সবাইকে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাই। বিএনপি জনগণের সকল অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।’ শরীফুজ্জামান শরীফ তার বক্তব্যের শেষে, গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি (রঃ)-এর জীবন ও কর্ম আমাদের জন্য পথপ্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ উল্লেক করেন। তিনি বলেন, তার শিক্ষার আলোকে আমরা মানবতার সেবা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে উজ্জীবিত হতে পারি। অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীরে দিয়ে উদ্যাপপিত গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি (রঃ)-এর ২৩তম পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদুল্লাহ শিহাব। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ট্র্যাঙ্ক লড়ি শ্রমিক দলের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-যুগ্ম সম্পাদক আব্দুল ছালাম, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান শেখন, সাধারণ সম্পাদক মো. আব্দুল ছালাম, মোমিনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশাদুল হক, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান অহিদ হোসেন। আরিফুল ইসলাম রাব্বির সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হানুল কাজল, যুগ্ম আহ্বায়ক হাসান মালিক, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.