দর্শনা অফিস: প্রথমবারের মতো খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে দর্শনায়। গতকাল বুধবার সকাল ১০টার দিকে কেরুজ অতিথি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনজুরুল মুরশিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মজিবুর রহমান, বিভাগীয় সহকারী পরিচালক ডা. এসএম শাহরিয়ার, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রক) ডা. অপর্ণ্য বিশ^াস, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, মাগুরার ডা. শামীম কবির, যশোরের ডা. মাসুদ রানা, নড়াইলের ডা. আব্দুর রশিদ, মেহেরপুরের ডা. একেএম আবু সাঈদ, ঝিনাইদহের ডা. কামরুজ্জামান, সাতক্ষীরার ডা. আব্দুস সালাম, খুলনার ডা. মাহফুজা খাতুন, বাগেরহাটের ডা. আসম মাহাবুবুল আলম ও কুষ্টিয়ার ডা. শেখ কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ১০ জেলার হাসপাতালের তত্বাবধায়কগণ। সভায় খুলনা বিভাগের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.