স্টাফ রিপোর্টার: খুলনা বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সদস্য সচিব নির্বাচিত হলেন চুয়াডাঙ্গার সন্তান চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতিখাজা নাসির উদ্দিন শান্তি। এ অসামান্য যোগ্যতা অর্জন করায় চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির পক্ষে থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা প্রস্তুতকারী মালিক সমিতির কার্যালয়ে খাজা নাসিরুদ্দিন শান্তিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ইটভাটা মালিক সমিতির নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মোতালেব, সহ-সভাপতি আসিরুল ইসলাম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকুল, কোষাধক্ষ্য আবেদুদ্দোজা ক্যাবলসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার মহেশপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী সায়ের আলী মরহেদ ৬ দিন পর বাড়িতে নিয়ে দাফন
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.