স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রজব আলী সুপার মার্কেটে জেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, রাফিতুল্লা মহলদার, ইন্তাজ আলী, খাইরুল ইসলাম, কুদ্দুস মহলদার, আব্দুল গনি, মনিরুজ্জামান লিপ্টন, আবুল কালাম আজাদ, ইয়াছিন হাসান কাকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিন্টু, সহসভাপতি হাফিজুর ইসলাম মুক্ত, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, গ্রাম বিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা, আনিসুর রহমান বিশু, বজলুর রহমান বজলুর, আশাদুল জোয়ার্দ্দার আলো, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতা মহাবুল হক মাহবুল, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন মেম্বার, সহসাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মুকুল হোসেন, আশরাফুল ইসলাম রুবেল, তরিকুল আলম জোয়ার্দ্দার বিলু, হাফিজুর রহমান হ্যাপি, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ও পৌর কাউন্সিলর ইমরান মহলদার রিন্টু, আবিদ হাসান আবিদ, রাজু আহমেদ, টোকন, টুটুল, আশাদুর, জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক শাহ জামাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক বিল্লাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, যুগ্মআহ্বায়ক মহাসিন আলী, ইনামুল হক ইমন, তুহিন ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর, যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান, তানভীর ইনতিয়াজ জিতু, ইকবাল হোসেন ইকবাল, সান আহমেদ, সহ-সাংগাঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, জুনায়েদ সরদার, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আহমেদ, রফিকজামান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশল আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, রমজান, রফিক, রুবেল প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপর কার্যালয়ের সামনে অসুস্থ বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন। এ সময় তিনি বলেন বলেন, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারা নির্যাতনের ফলে বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ সময় তিনি ‘অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনছর উল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মারুফ আহাম্মেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
খালেদা জিয়াকে বিদেশে নেয়ার অনুমতি চেয়ে সরকারের নিকট আবারও আবেদন
এছাড়া, আরও পড়ুনঃ