খালেদা জিয়ার কিছু হলে সরকার দায়ী থাকবে

চুয়াডাঙ্গা-মেহেরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

 

স্টাফ রিপোর্টার: বিএনপির নেতারা বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা দখল প্রকল্পের অংশ হিসেবে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার- এমন অভিযোগ নেতারা বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আগামী দিনগুলোতে অনেক কিছু প্রকাশ হতে পারে। বিএনপি চেয়ারপারসন গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার অন্যান্য সমস্যার মধ্যে লিভারের সমস্যা প্রকট। ৭৮ বছর বয়সি খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপেও ভুগছেন। তাকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট অতি জরুরি। তাই সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দিতে আহবান জানাই। সরকারকে গণতান্ত্রিক পথে চলার আহ্বান করছি। অন্যথায় খালেদা জিয়ার কিছু হলে সরকার দায়ী থাকবে। গতকাল বুধবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নেতারা আরও বলেন, যারা মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে প্রত্যেককে এর দায় বহন করতে হবে। অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা না করলে দেশের মানুষ বসে থাকবে না। আগামী ১৯ তারিখ আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে। পরবর্তীতে প্রয়োজনে দেশনেত্রীর চিকিৎসার জন্য আরও কঠিন কর্মসূচি আসতে পারে। এ সময় দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

খালেদা জিয়ার বয়স এখন ৭৯ বছর। শর্ত সাপেক্ষে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেলেও তিনি কার্যত কারাবন্দি। তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে আক্রান্ত। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। চার বছর তার যথাযথ কোনো চিকিৎসা হয়নি। কারাগারে অমানবিক পরিবেশেও তিনি অনেক নতুন রোগে আক্রান্ত হয়েছেন। হার্ট, লিভার, কিডনি ও চোখের সমস্যা ছাড়াও পুরনো আর্থ্রাইটিস এবং কোভিড-১৯ আক্রান্ত ও কোভিড পরবর্তী জটিলতায় তার শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ।

চুয়াডাঙ্গায় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি  সিরাজুল ইসলাম মনি। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিষেশ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা বিএনপির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, সদর উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্মসম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো সাইফুর রশিদ ঝন্টু, জেলা কৃষক দলের যুগ্মআহবায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ওলমা দলের যুগ্মআহ্বায়ক মওলনা মাহাবুব হোসেন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরিন বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্মসম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্মসম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক মওলনা আবু সুফিয়ান।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় আনন্দধাম রোডের পুরাতন জামে মসজিদে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মকবুল হোসেন, পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক মহাবুল হক মাস্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম। উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলামের উপস্থাপনায় ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকের মধ্যে উপস্থিত ছিলেন আব্দার আলী, আমজাদ হোসেন, আলম শাহ, রফিকুল ইসলাম, টিপু সুলতান, মোবাশেরুজ্জামান খান প্রবাশ, আসাদুজ্জামান বকুল, শাহিদুদ্দোজা মিল্টন, বোরহান উদ্দিন, আব্দুর রশিদ, আতাউল হুদা, শফিকুল ইসলাম, আলাউদ্দিন খান, আবু বকর সিদ্দীক, পলাশ আহমেদ, শাহিনুর রহমান, আব্দুল রাজ্জাক রাজা, আলমঙ্গীর হোসেন লালন, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদকের মধ্যে হাফিজুর রহমান চমক, আব্দুর জব্বার, সাহেল মাসুদ, আমিরুল ইসলাম পান্নু, আবু জাফর, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের যুগ্মআহবায়ক আবএদর, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, মিনারুল ইসলাম, রাজু আহম্মেদ, যুবদল নেতা মিলন হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মাসুদ রানা, রকিবুল ইসলাম টগর, বকুল, মাবুদ, কলেজ ছাত্রদলের সদস্য সচিব লিমন, যুগ্মআহবায়ক রাজ প্রমুখ।

দর্শনা অফিস জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দর্শনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মাগরিব বাদ দর্শনা পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বিএনপি নেতা হাবিবুল্লাহ বিশ্বাস। উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মালিক ম-ল, শহিদুল ইসলাম, নজির আহমেদ, বাবুল আক্তার, খোকা, খায়রুল, তাহের, আজাদ, মজিবর, শাহিন, যুবদল নেতা সরোয়ার হোসেন, অপু সুলতান, মিতুল, হাসু, সানোয়ার, ছমির, ছাত্রদল নেতা মামুন, হোসাইন, রুবেল, শিপন, নাফিজ, আমল, সাজিদ, নাঈম, ডালিম, স্বাধীন, ইউনুস প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দর্শনা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক রিয়েল।

মেহেরপুর অফিস জািনয়েছে, মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপ’র কার্যালয়ের সামনে ওই আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনসার-উল হক, যুগ্মসম্পাদক আব্দুর রহিম, মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ প্রমুখ। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সেখানে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতা কর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More