স্টাফ রিপোর্টার: খালাকে মারধর করার প্রতিবাদে খালাতো ভাইয়ের দেশীয় অস্ত্রের কোপে সাগর আলী (২২) নামে এক যুবক জখম হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা নিচের বাজারে এঘটনা ঘটে। আহত সাগরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগর সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের দক্ষিনপাড়ার নজরুল ইসলামের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে সাগর পারিবারিক কলহের জেরে তার মাকে মারধর করে। পরে সাগরের আপন খালাতো ভাই স্বজল আলী বিষয়টি শুনলে প্রতিবাদে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে স্বজলের কাছে থাকা দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে মুখমণ্ডলে কোপ দেয়। এতে সাগর গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, সাগরের মুখের বামপাশে কোপের আঘাতে গভীর ক্ষত হয়েছে৷ সেখানে একাধিক সেলাই প্রদান করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান আহতের পরিবারের বরাত দিয়ে মাথাভাঙ্গাকে বলেন, খালাকে মারধর করার প্রতিবাদে খালাতো ভাইকে কুপিয়ে জখম করেছে বলে শুনেছি। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
এছাড়া, আরও পড়ুনঃ