কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে শিশু পার্কের জায়গায় পৌর মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে শহরবাসী। গতকাল রোববার বেলা ১১টায় ওই পার্কের রাস্তার ধারে প্রগতিশীল নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ শিশু ও তাদের অবিভাবকরা। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রগতিশীল নাগরিক সমাজের সভাপতি শরিফুজ্জামান আগা খান, সাধারণ সম্পাদক একে এম হামিদুল হক রিপন, পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরিফুজ্জামান তুহিন, বদিউজ্জামান খান বদু, মনিরুজ্জামান শান্তি, পিন্টু বিশ্বাস। মানববন্ধন শেষে শহরবাসীর পক্ষে ‘প্রগতিশীল নাগরিক সমাজের নেতৃবৃন্দ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর একটি স্বারকলিপি জমা দেন উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে। মানববন্ধনে বক্তরা বলেন, শিশুদের খেলাধুলা ও মেধা বিকাশের জন্য তৎকালিন পৌর চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান দৃষ্টিনন্দন এ শিশু পার্কটি গড়ে তোলেন। পরবর্তীতে পৌর চেয়ারম্যান বা মেয়রদের অবহেলায় ধিরে ধিরে শিশু পার্কের অবকাঠামো বিলিন হয়ে যায়। তারপরও এই জায়গাতেই শিশুরা খেলাধুলা করে। এটি শিশু পার্ক হিসাবে উন্নয়নের দাবি ছিলো শহরবাসীর দীর্ঘদিনের। অথচ স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আর্শিবাদপুষ্ঠ বিদায়ী মেয়র শহিদুজ্জামান সেলিম পৌরবাসীর দাবি উপেক্ষা করে এ জায়গাটি পৌর মার্কেট করার জন্য ৫ আগস্টের আগেই টেন্ডার করে গেছেন। বক্তরা বলেন, আমাদের সন্তানদের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি, এই জায়গাটির মার্কেটের টেন্ডার বাতিল করে পূর্বের মতো শিশু পার্ক তৈরি করা হোক।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.