কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে নির্মাণাধীন একটি ভবনের ৬ তলা থেকে পড়ে সেলিম হোসেন (২১) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। সেলিম হোসেন চাঁপাইনবাবগঞ্জের নাঁচল উপজেলার আমন‚রা গ্রামের তাছু মণ্ডলের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজে ৬ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ চলছে। দুপুরে ভবনে বাঁশ দিয়ে তৈরি ঝুলন্ত মই (স্থানীয় ভাষায় ভারা) এর উপর বসে কাজ করছিলো। হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন।