কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর প্রজেক্টপাড়ায় প্রতিবেশীর মারপিটে বদর উদ্দিন বুদো (৫৫) নামে একজন নিহতের অভিযোগ করা হয়েছে। তিনি সোবহান ম-লের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম জানান, বদর উদ্দিনের স্বজনেরা জানিয়েছেন প্রতিবেশী জিয়াউদ্দিন ধান মাড়াই করছিলেন। এসময় ধানের ধুলো-ময়লা উড়ে বদর উদ্দিন বুদোর ঘরে ঢুকছিলো। এতে প্রতিবাদ করেন তিনি। এরপর দুজনের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে জিয়াউদ্দিন তাকে মারপিঠ করে। বদর উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পথিমধ্যে বারোবাজারে পৌঁছুলে তিনি মারা যান। ওসি জানান, লাশ পোস্টমর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।