কোটচাঁদপুর প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে ঝিনাইদহের কোটচাঁদপুরে গত ১৯ মার্চ পৌর শহরে ২নং ওয়ার্ডে চুলার আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ৫ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। নগদ অর্থ প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা জুলফিকার আলী রাজা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ভাইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশারাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, পৌর কৃষক দলের আহ্বায়ক ফিরোজ উদ্দিন মানিক, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক শরিফুল ইসলাম শান্ত, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বি প্রমুখ। এ সময় বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.