স্টাফ রিপোর্টার: কোটচাঁদপুরের আহাদ আলীকে (২৪) মারণ নেশা ইয়াবাসহ আটক করেছে ঝিনাইদহ র্যাব। মঙ্গলবার বিকেলে কোটচাঁদপুর বাজারের একটি কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাকে আটক করা হয়। তাকে মামলাসহ কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, র্যাব-৬ ঝিনাইদহ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার, মো. মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার এএএসপি এইচএম শফিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকস অভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। মঙ্গলবার বিকেলে কোটচাঁদপুর বাজারের কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে আহাদ আলীকে ৩০৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। সে কোটচাঁদপুর হাসপাতালপাড়ার আক্কাস আলীর ছেলে। তার নিকট থেকে একটি মোবাইলফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। র্যাব এ তথ্য জানিয়ে বলেছে, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলাসহ হাস্তান্তর করা হয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ