স্টাফ রিপোটার: কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজকে কৌফিয়ত তলব করেছে চিনিকল কর্তৃপক্ষ। আগামী ৩ কার্যদিবসে এ কৈফিয়তের জবাব চাওয়া হয়েছে। কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে সাম্ভব্য প্রার্থীদের। এছাড়া বর্তমান সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের পদ নিয়ে টানা হেচড়া ঘটনা নিষ্পত্তি হয়নি এখনও। এরই মধ্যে তিনি প্রতিকার চেয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত আবেদনও করেছেন। যে কারণে ঘন ঘন ঢাকামুখি দৌঁড়াতে হচ্ছে হাফিজুর রহমান হাফিজকে। কেরুজ চিনি কারখানার মেশিনম্যান হাফিজ ছুটিবিহীন ৫-৬ দিন ঢাকাতে অবস্থান করায় গত বৃহস্পতিবার কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুক গালীব স্বাক্ষরিত কৈফিয়ত পত্র দেয়া হয় হাফিজকে। বিনা ছুটিতে ঢাকাতে অবস্থান করার ব্যাখ্যাসহ জবাব দিতে বলা হয়েছে ৩ কার্যদিবসের মধ্যে। এ বিষয়ে জানতে চাইলে হাফিজ কৈফিয়ত তলবের কথা স্বীকার করে বলেছেন, ‘আমি ঢাকাতে যাইনি, চুয়াডাঙ্গা হাসপাতালে রোগী দেখতে গিয়েছিলাম। সংশ্লিষ্ট বিভাগের মেডকে বলে গিয়েছিলাম এবং সময়মতো কর্মস্থলে পৌঁছেছি। শত্রুতামূলকভাবে কর্তৃপক্ষকে কেউ ভুল বুঝিয়ে কৈফিয়ত তলব করিয়েছে, যার সঠিক ব্যাখা আমি দিয়েছি। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজসহ একাধিকজনকে কৈফিয়ত তলবের ঘটনায় কেরুজ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.