কেরুজ শ্রমিকনেতা রূপমের বদলি আদেশ প্রত্যাহারে দু’দফা বৈঠক
গঠনতন্ত্র মোতাবেক পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে
দর্শনা অফিস: কেরুজ শ্রমিকনেতা সৌমিক হাসান রূপমের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে যা কিছু করা হবে তা নিয়মতান্ত্রিকভাবে। কোন হটকারিতা বা বি-শৃঙ্খলা পরিবেশে নয়, সরকারের মূল্যবান সম্পদ কেরুজ চিনিকলের ক্ষতি হয় এমন কোন কর্মসূচি হাতে নেয়া হবে না। শান্তিপূর্ণ পরিবেশে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে রূপমের বদলি আদেশ প্রত্যাহারে যা যা করনীয় তা নিয়ম শৃঙ্খলার মধ্যেই করবে শ্রমিক-কর্মচারীরা। সেই সাথে নির্বাচনের পরিবেশ তৈরীতে করনীয় বিষয়েও আলোচনা করেছেন শ্রমিক নেতৃবৃন্দ। দুটি পৃথক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নে শ্রমিক নেতৃবৃন্দ বৈঠক শেষ করে দুপুর ১টার দিকে বৈঠকে বসেন মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সাথে। বৈঠকে নির্বাচনের পরিবেশ তৈরীতে দ্রুত রূপমের বদলি আদেশ প্রত্যাহারের ব্যাপারেও মিলের ব্যবস্থাপনা পরিচালক যথাযথ উদ্যোগ নেয়ারও দাবি জানানো হয়েছে। তবে আজ রোববার কোন ধরণের আন্দোলন কর্মসূচি ঘোষণা আসছে কী-না সে ব্যাপারে পরিস্কার জানা যায়নি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.