কেউ ভূমিহীন থাকবে না : সকল ভূমিহীন পর্যায়ক্রমে ঘর পাবেন
আলমডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এগুলো বিতরণ করা হয়। ৩টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৯০জন অসহায়, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ৯০ বান ঢেউটিন এবং প্রত্যেককে ৩ হাজার টাকার চেক ও একটি করে কম্বল তুলে দেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় তিনি বলেন, আমরা ৩০ বছর ক্ষমতায় ছিলাম না। আপনারা কোনদিন রিলিফের টিন দেখেননি। আমরা দিচ্ছি। তাহলে শেখ হাসিনা ভালো? না অন্য কেউ? কেউ ভুলে যাবেন না। মনে রাখতে হবে শেখ হাসিনার অবদানকে। কেউ ভূমিহীন থাকবেন না। ৩১ সালের মধ্যে সকল ভূমিহীন পর্যায়ক্রমে ঘর পাবেন। আলমডাঙ্গার মানুষ এক সময় সন্ধ্যার পর বাড়ি ফিরতে পারতেন না। এখন, রাতে বাড়ি ফিরে চায়ের দোকানে পায়ের উপরে পা তুলে চা খাচ্ছেন। কে আপনাদের ভালো চায়? এ কথা মনে রাখতে হবে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, হারদী ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, জেলা আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, মুন্সি এমদাদুল হক, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জমির, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আলাল আহম্মেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান তমাল, যুবলীগ নেতা আসাদুজ্জামান টুটুল, পাপন আহম্মেদ, রকি, অটল, সেলিম, আরিফ, ছাত্রলীগ নেতা সাকিব, টিটন, সজীব প্রমুখ। এরপর তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে আলমডাঙ্গা বধ্যভূমি নির্মানাধীন পার্কের কাজ ও ফুলবাগান পরিদর্শন করেন।