ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় কৃষিজমিতে অবৈধভাবে মাটি কেটে পুকুর খননের অপরাধে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা ১১টার দিকে কয়রাডাঙ্গা গ্রামের ছাতিয়ানতলা মাঠে অভিযান চালিয়ে গ্রামের ডালিম হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের ওমর আলীর ছেলে ডালিম হোসেন কয়েক সপ্তাহ ধরে গ্রামের ছাতিয়ানতলা মাঠে আড়াই বিঘা কৃষিজমির মাটি খনন শুরু করেন। সেখানে এক্সকেভেটর দিয়ে গভীর পুকুর খনন করেন তিনি। এতে পার্শ্ববর্তী ফসলি জমির ব্যাপক ক্ষতির আশঙ্কায় আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ করেন পাশের জমির কয়েকজন মালিক।
অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার বেলা ১১টার দিকে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের ছাতিয়ানতলা মাঠে অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির। এ সময় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে গভীর পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমাণ পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ডালিম হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা সাথে সাথেই পরিশোধ করেন ডালিম হোসেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলো গোকুলখালী পুলিশ ক্যাম্পের একটি দল।