স্টাফ রিপোর্টার: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলার নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এই মশাল মিছিল শুরু হয়। এরপর সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব রেজাউল বাশার প্লাবন বলেন, কুয়েটে শিক্ষার্থীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা পূর্বের নির্মম নির্যাতন ও নিপীড়ন আবার ফেরত এসেছে। ছাত্রলীগের স্টাইলে হামলা করা হয়েছে। গত ৫ আগস্টের পর আমরা আর জাহেলি আমলে ফেরত যেতে চাই না। যারা আবার ছাত্রলীগের মতো হতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। বৈষম্যবিরোধী আন্দোলনের চুয়াডাঙ্গা সদর উপজেলার সদস্য সচিব ফাহিম উদ্দিন মভিন বলেন, আবার যদি কেউ ছাত্রলীগের মতো ফিরে আসতে চায়, আর যদি কেউ আমাদের ভাইদের ওপর হামলা করে তবে আমরা বরদাশত করবো না। তাদেরকে প্রতিহত করতে আবারও রাজপথে নামবো। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ইউশা, মুখ্য সংগঠক মাহাবুব ইসলাম আকাশ, মুখপাত্র মুশফিকুর রহমান, যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার, সদস্য কাফি, নাহিদ, সৌরভ, নাভিদ, তুহিন, মাসুম, রাব্বি, রাকিব, তৌফিক, মিকাইল, সামিউল প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.