কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মোট ১২টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন কমিশনসূত্রে জানা যায়, মনোয়নপত্র গ্রহণ শেষে সভাপতি পদে মিজানুর রহমান ও ইদ্রিস আলী। সহ-সভাপতি পদে ফিরোজ মুন্সি, আশরাফুল হক আশা ও আব্দুল হাকিম বেকারী। ম্যানেজার (সম্পাদক) পদে আব্দুল হাকিম, বর্তমান ম্যানেজার আশরাফুল হক জাকির, মাজহারুল হক এবং রুহুল আমিন এবং নয় জন ডিরেক্টর পদে ১৩জন মনোনয়ন জমা দেন এরা হলেন আব্দুস সামাদ, আফাজ উদ্দীন, আব্দুল গনি, সাজেদুর রহমান, আবু হাসেম, আব্দুল মান্নান, শহিদুল ইসলাম, রমযান আলী, হাসানুল কাদির মিন্টু, রবিউল ইসলাম। আগামী ২৯ অক্টোবরে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ