স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় ছয় লাখ টাকা মূল্যের ১৫৪ গ্রাম হেরোইনসহ পারুল বেগম (৪৫) নামে নারীকে আটক করেছে র্যাতপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। গতকাল শুক্রবার দুপুরে জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের হাঁসদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পারুল বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চৈতন্যপুর গ্রামের তোহরুল ইসলামের স্ত্রী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়ার র্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদে শুক্রবার কুমারখালী হাঁসদিয়া গ্রামে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ১৫৪ গ্রাম হেরোইনসহ মোছা. পারুল বেগমকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নিতে জব্দ করা মাদকসহ পারুল বেগমকে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
আঞ্জুমান মুফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
এছাড়া, আরও পড়ুনঃ