কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মামলার পর তারা অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাধব প্রামাণিক (৬০) উপজেলার নন্দনালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের বাসিন্দা। চুল কাটার কাজ করেন তিনি।
শিশুর মায়ের অভিযোগ, রোববার সকালে তিনি তার বড় মেয়েকে নিয়ে স্কুলে গেলে মাধব তার মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যান। তিনি বাড়ি ফিরে মেয়েকে অসুস্থ দেখে হাসপাতালে নিয়ে যান। পরে তিনি থানায় মামলা করেন বলে জানান পরিদর্শক কামরুজ্জামান তালুকদার। তিনি বলেন, শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য। মাধবকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তাছাড়া পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ