কুষ্টিয়ায় বাসচাপায় দুজন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় গড়াই পরিবহনের বাসচাপায় নয়ন ইসলাম (২৫) এবং রনি ইসলাম (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন ইসলাম কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের বাসিন্দা এবং রনি ইসলাম উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের বাসিন্দা। তারা দুজনেই বিআরবির মালিকানাধীন কিয়াম মেটাল ইন্ড্রাস্টিজ লিমিটেডে কর্মরত ছিলেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী জানান, নিহত দুজন শহরতলিতে অবস্থিত কিয়াম মেটাল ইন্ড্রাস্টিজ লিমিটেডে কর্মরত ছিলেন। পাশাপাশি গ্রামের বাড়ি হওয়ায় একসঙ্গে তিনজন সকালে মোটরসাইকেল করে কর্মস্থলে যাচ্ছিলেন। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের বাসের সঙ্গে ধাক্কায় নয়ন ও রনি ঘটনাস্থলেই নিহত হন। তবে মোটরসাইকেলের পেছনের সিটে থাকা অপর আরোহী মিজানুর রহমান অক্ষত রয়েছেন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধাক্কা দেয়া বাসটির বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More