কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই ভাই ‘ডুবে’ মারা গেছে। ভেড়ামারা থানার ওসি মো. শাহ জালাল জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাহিরচর বারদাগ গ্রামে তাদের মৃত্যু হয়। তারা হল উপজেলার বারদাগ গ্রামের বাসিন্দা মাসুম আলীর ছেলে মুস্তাফিজুর রহমান (৯) ও তার খালাত ভাই সিয়াম (১০)।
ওসি শাহ জালাল বলেন, শিশুরা দুপুরে বারদাগের একটি পুকুরে গোসল করতে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা ডুবে মারা গেছে। পরিবার অভিযোগ না দেওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।