কুষ্টিয়ায় এক দিনে আরও ১৩ কোভিড রোগী মৃত্যু হয়েছে; তাছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুইজন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান বলে জেলার সিভিল সার্জন এইচএম আনোয়ারুল ইসলাম জানান। তিনি বলেন, আক্রান্ত ১৩ জনের মধ্যে কুষ্টিয়া কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১১ জন। তাছাড়া কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন আরও দুইজন। একই সময় জেলায় ৬৬৬ জনের পরীক্ষায় ৩৩ শতাংশ নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে তিনি জানান। কুষ্টিয়া কোভিড ডেডিকেটেড হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, সোমবার সকালে তাদের হাসপাতালে পজিটিভ নিয়ে ১৫৬ জন এবং উপর্সগ নিয়ে ৫৪ জন ভর্তি ছিলেন। রোগীরা আক্রান্ত হয়েও সময়মত পরীক্ষা না করানোয় এবং অক্সিজেন লেভেল একেবারে নিচে নেমে যাওয়ার পর হাসপাতালে আসছে। এসব রোগীকে সব রকম চিকিৎসা দিয়েও রক্ষা করা যাচ্ছে না।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ