কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৮ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৯১ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৫৪ জন এবং ৩৭ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এদিকে নতুন ২৯২ নমুনা পরীক্ষা করে ৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭০ জনে। নতুন ৬২ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৩৫ জন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ২৩ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৬২ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৩৪ জন, দৌলতপুরের ৫ জন, ভেড়ামারার ২২ জন এবং মিরপুর উপজেলার একজন রয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৯৩ হাজার ৬৪২ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৮ হাজার ৫০৮ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৮০৯ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৬ জন ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৬০৩ জন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More