কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত ১২ জন ও উপসর্গে ৮ জন মারা যান। এ নিয়ে হাসপাতালে ভর্তি করোনা শনাক্ত রোগী ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১১ জনে ।
কুষ্টিয়ায় ২শ’ শয্যার করোনা ডেডিকেটড হাসপাতালে রোববার সকালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৫০ জন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী ১৮৩ জন ও উপসর্গে ভর্তি ৫০ জন রোগী। এদিকে করোনা রোগীর চাপ বাড়লেও হাসপাতালে বেড বাড়ানোর কোন উদ্যোগ নেই। ফলে ওয়ার্ডের বাইরে বারান্দায় ঠাঁই মিলেছে রোগীদের। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৯শ ৮৮টি নমুনা পরীক্ষায় ২শ ৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৭৪ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৯শ ৬৭ জন। শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৭শ ২০ জন। সিভিল সার্জন ডাক্তার এইচএম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়ায় করোনা সংক্রমণ এখনো ঊর্ধ্বগতি। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বসহ সরকারি বিধিনিষেধ মেনে সংক্রমণ প্রতিরোধ করা না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তিনি জানান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ