কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় হাত বাঁধা অবস্থায় আগুনে পোড়ানো রাব্বি (১৮) নামের এক পাটকল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টায় কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল এলাকার একটি ধানের চাতালের পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। নিহত রাব্বি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জঙ্গলী এলাকার আব্দুল আলিমের ছেলে। তিনি বটতৈল এলাকার একটি পাটকলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান, নিহত রাব্বি বটতৈল এলাকায় একটি পাটকলের শ্রমিক ছিলেন। সে তিনদিন ধরে নিখোঁজ ছিলো। স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আগুনে পোড়ানো এ মরদেহটি উদ্ধার করে। রাব্বির নিখোঁজের ব্যাপারে কুমারখালী থানায় একটি ডায়েরি করেছিলেন নিহতের পিতা আব্দুল আলীম। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।